Adstera A poem of Naved Afridi

A poem of Naved Afridi

নাভেদ আফ্রিদীর একটি কবিতা

গান
ঘোর অন্ধকারে পথ চলতে আমরা গান গাই
অন্ধকারের ভেতর একটুকরো আলোর মতো অপার্থিব সেই সুর
ভুতুরে অন্ধকারকে সঙ্কুচিত করে
 - কাতর হৃদয়
সৃষ্টি করে বসন্ত জগত


গানের ভেতর থেকে মানুষের আত্মার গন্ধ ছড়িয়ে পড়ে সবদিকে
কেও একজন অব্যাক্ত রাতের সঙ্গী হয়ে ভয়কে উদ্বাস্তু করে তোলে
 --- পায়ের তলায়
সরে সরে যাওয়া অসহায় সীমারেখার ওপর মেখে দেয়
সহাসের সবুজ বাতাস

Post a Comment

0 Comments