মাহবুব কবির এর একটি কবিতা
কাব্যগ্রন্থ "ফুলচাষি মালি যাই বল"
ফুলচাষি মালি যাই বল
গর্ভেই টের পেয়েছি চারপাশ হিংস্র দুর্গন্ধ।
আর ফুল চাষের ট্রেনিং পেয়েছি তো
সেই গর্ভেই।
পৃথিবীতে ফুল চাষাবাদ করে টিকে আছি ভাই।
ফুলচাষি মালি যাই বলো-
আমার কোন অসুবিধা নাই।
0 Comments