Adstera Jibon

Jibon

জীবন
আবদুর রাজ্জাক

কতকিছু উড়াচ্ছ আর জীবন্ত হয়ে উঠে যাচ্ছ আকাশে
যেন এতদিন সুপ্ত লাভা
গুহার ভেতর লুকিয়ে ছিলে।

পুরো আকাশ জোরা যে আলো
আর এই যে বৃষ্টি জাগরণ সঙগীত বেজে উঠলো
জেগে উঠল সব এড়িয়ে
জাগতিক মায়া তাড়িয়ে, সকালে বিকালে।


সমস্বরে সমধ্বণী বেজে উঠল এইতো
চিৎকার দিলে, বলে উঠলে -বেঁচে উঠেছি।
 

Post a Comment

0 Comments