দেব
দেব বলে দিইনি কিছুই আমি কি আর এমনি রাজা
তোমার কথা শুন্য ভেবে বসি
সকাল বেলার পাখি যে গায়
আমি শধুই সে গান ভাবি
এভাবেই তো সাজিয়েছি আমার সোনার বাটি পেতে
দুধের থালা থাকছে পড়ে তুমি খাচ্ছো এটো চেটে
হঠাৎ দেখি শুণ্য আমি বুঝতে পারি এবার আসি
মাটির থালা আমারো হয় সঙ্গি আমার শুকনো হাসি।
দ্বিতিয় জীবন
জঙ্গল আর স্তুপিকৃত আবর্জনার ভেতর
জীবনের অদ্ভুত সুর,
ভিতরে বাইরেকোন কিছু দেখি না, কিছু শব্দ অদ্ভুত
বেঁচে থাকা, শুধু থাক।
সোনালী রুপালী আলোতে ভেসে থাকা
কখনো উদাস, অর্থ খোঁজার ভান
জীবন মানে বেঁচে থাকা। অর্থ অদ্ভুত
স্তুপিকৃত জঞ্জালের ভেতর কত সুর
ভিতর আর বাইরে। বিচিত্র কিছুই দেখি না তার।
0 Comments