Adstera Poems of Abdur Razzak

Poems of Abdur Razzak

আবদুর রাজ্জাক 
দেব

দেব বলে দিইনি কিছুই আমি কি আর এমনি রাজা
তোমার কথা শুন্য ভেবে বসি
সকাল বেলার পাখি যে গায় 
আমি শধুই সে গান ভাবি

এভাবেই তো সাজিয়েছি আমার সোনার বাটি পেতে
দুধের থালা থাকছে পড়ে তুমি খাচ্ছো এটো চেটে
হঠাৎ দেখি শুণ্য আমি বুঝতে পারি এবার আসি
মাটির থালা আমারো হয় সঙ্গি আমার শুকনো হাসি।
দ্বিতিয় জীবন
জঙ্গল আর স্তুপিকৃত আবর্জনার ভেতর


জীবনের অদ্ভুত সুর,
ভিতরে বাইরেকোন কিছু দেখি না, কিছু শব্দ অদ্ভুত
বেঁচে থাকা, শুধু থাক।

সোনালী রুপালী আলোতে ভেসে থাকা
কখনো উদাস, অর্থ খোঁজার ভান
জীবন মানে বেঁচে থাকা। অর্থ অদ্ভুত
স্তুপিকৃত জঞ্জালের ভেতর কত সুর

ভিতর আর বাইরে। বিচিত্র কিছুই দেখি না তার।

Post a Comment

0 Comments