সখ্য
আবদুর রাজ্জাক
শব্দ করে জল পড়ে, উঠে, সুনিপুন বেশে
টেরা কোটা মন খেলে যায়, সব ভূত তাড়িয়ে
বিষন্ন হয়ে যে তাকিয়ে থাকে, যে আর ফিরবে না
বলে পণ করেছে
সে নিয়ে নেয় এ সৌন্দর্য বিলাপ।
উপরে সৃষ্টি উঠে যায়, নিবেদন অহমিকায়
সুক্ষতার মাত্রা জানা নেই, তবু পৌছায়
দৃশ্যে বন্দি হয়ে থাকে সব
যাপিত জিজ্ঞাসার সুরত।
এই জল উঠে যায় উপরে
খেলে মন, সে নিয়ে নেয়, সৌন্দর্য বিলাপে সখ্যতায়।
আবদুর রাজ্জাক
শব্দ করে জল পড়ে, উঠে, সুনিপুন বেশে
টেরা কোটা মন খেলে যায়, সব ভূত তাড়িয়ে
বিষন্ন হয়ে যে তাকিয়ে থাকে, যে আর ফিরবে না
বলে পণ করেছে
সে নিয়ে নেয় এ সৌন্দর্য বিলাপ।
উপরে সৃষ্টি উঠে যায়, নিবেদন অহমিকায়
সুক্ষতার মাত্রা জানা নেই, তবু পৌছায়
দৃশ্যে বন্দি হয়ে থাকে সব
যাপিত জিজ্ঞাসার সুরত।
এই জল উঠে যায় উপরে
খেলে মন, সে নিয়ে নেয়, সৌন্দর্য বিলাপে সখ্যতায়।
0 Comments