আবদুর রাজ্জাক
স্বপ্ন
স্বপ্নচারী, পৃথিবীকে কতকিছু করে সাজায়
বাতাস বয়না যে প্রভু দাড়ায় এসে তবু
সন্ধ্যা তারায় আলো জ্বেলে গরিবি শুষে নিতে
যায় যে শুধুই জল চোখে
ও অসময়ে ঘর অতলে ডোবে
দুমুঠো ভাত যদি জোটে মুখ বেঁকে হাসি তবু আসে
কল্পনায় গান হয় না মোটে
তবু স্বপ্ন দেখে লোকে।
0 Comments