Adstera Poems of Abdur Razzak

Poems of Abdur Razzak

আবদুর রাজ্জাক
স্বপ্ন

স্বপ্নচারী, পৃথিবীকে কতকিছু করে সাজায়
বাতাস বয়না যে প্রভু দাড়ায় এসে তবু
সন্ধ্যা তারায় আলো জ্বেলে গরিবি শুষে নিতে
যায় যে শুধুই জল চোখে
অসময়ে ঘর অতলে ডোবে
দুমুঠো ভাত যদি জোটে মুখ বেঁকে হাসি তবু আসে
কল্পনায় গান হয় না মোটে
তবু স্বপ্ন দেখে লোকে

Post a Comment

0 Comments