Adstera Poems of Abdur Razzak

Poems of Abdur Razzak

অন্ধকার
দেখো কেমন অন্ধকার দাবড়িয়ে বেড়াচ্ছে
প্রসঙ্গ ক্রমে এখানে ময়ুরের ডাক আনতে পারবে না
সে দারুন গায় তার গান লেখার হাত ভাল
গিটারে সুর তুলে কোন এক দূরের তারকা ভেবে
গেয়ে যায় সারা রাত।
তার আপন কেও আসে না কাছে তাকে ভাল বাসে না
ঘেষে তবু কেমন রুপালী সোনালী গন্ধে ভাসে চার পাশ
এভাবে অন্ধকারে ডুব দিয়ে বাতাসের লাগাম খুজে পেতে
কত দিন ভুল পথে বেনামে চিঠি লিখেছে
কারো হাত পড়েনি উত্তরও আসেনি তাতে
তাতে কি তার কিছু মনে হলো না  যে সে বার বার
অন্ধকার খননে ডুবে আরো রূপে রসে মেতে
কোথায় কোথায় ছুটে যায়।


লেখা


তাকে নিয়ে না হয় এক বিন্দুও লিখবে না
তার কথা না হয় ভাববে না কবিরাজ
ঘাপটি মেরে যে শুয়ে আছে পেটের দায়ে
সে তো হাটু অব্দি তুলেছিলো বসনের ভাজ
জলে ডুবে তৃষ্ণায় ফেটে সে মরেছিল
কাঠ বাদামের তলে
হেলান দিয়ে মুগুরের পর মুগর চালিয়ে বাতামের কোশে
ডুবে গেলে, কিছু পরে পাওয়া গেল না তোমায়
এভাবে সে হয়তো লিখলো একটি সংখ্যা
আরএকটি লেখা তলপেটে বাড়ে অচিন গলির বাকে
কি বলে ডাকবে শেষে তোমর গদ্য কি কবিতাকে।

Post a Comment

0 Comments