Adstera মেহরীন নতুন গান নিয়ে আসছেন দুই বছর পর

মেহরীন নতুন গান নিয়ে আসছেন দুই বছর পর

 

মেহরীন নতুন গান নিয়ে আসছেন দুই বছর পর
মেহরীনের গানে সবসময়ই নতুনত্ব থাকে। অন্যরকম স্বাদের গান উপহার দিয়ে তিনি তার নিদ্রিষ্ট ফ্যান গ্রুপ তৈরি করতে পেরেছেন। মেহরিন করোনা কালে খুব একটা গান প্রকাশ না করলেও এবার তিনি একটি মৌলিক গান নিয়ে আসছেন। বৃষ্টি বিষয়ে গানটি লিখেছেন হাসিবুর রেজা কল্লোল। গানটির শিরোনাম ‘বৃষ্টি এলে’। গানটির সুর ও সংগীত পরিচাল
না করেছেন মুনতাসির তুষার।

Post a Comment

0 Comments