Adstera ১০ টি গানে মাতালেন ড. মাহফুজুর রহমান

১০ টি গানে মাতালেন ড. মাহফুজুর রহমান

১০ টি গানে মাতালেন ড. মাহফুজুর রহমান

দর্শক তাঁর গানের বড় সমালোচক। আবার তার গান দেখে বিভিন্ন সামাজিক মাধ্যমে প্রচারও করছেন সবাই। ড. মাহফুজুর রহমান এইসব সমালোচনাকে উপেক্ষা করেই গেয়ে চলেছেন। মানুষকে বিনোদন দিয়ে চলেছেন। জানা গেছে, এবারের অ্যালবামের গানগুলোতে সুরারোপ করেছেন মান্নান মোহাম্মদ ও রাজেশ ঘোষ। গানের কথা লিখেছেন নাজমা মোহাম্মদ, রাজেশ ঘোষ ও ড. মাহফুজুর রহমান। এটিএন বাংলার স্টুডিও এবং দেশের বিভিন্ন মনোরম লোকেশনে গানগুলো চিত্রায়ণ করা হয়েছে।

 

Post a Comment

0 Comments