Adstera সংগীতশিল্পী কোনাল গাইলেন জনপ্রিয় ফরাসি গান ইংরেজিতে

সংগীতশিল্পী কোনাল গাইলেন জনপ্রিয় ফরাসি গান ইংরেজিতে

নতুন গান প্রকাশ করেছেন সংগীতশিল্পী কোনাল তাঁর নিজের ইউটিউব চ্যানেলের জন্য । ফ্রান্সের ‘লা ভি অঁ রোজ’ গানটি ইংরেজিতে গেয়েছেন তিনি। কড়া লকডাউনের কারণে বাইরে শুটিং করতে পারেননি।নিজ বাসাতে গানটির ভিডিও শুটিং করেছেন তিনি। গানটির ভিডিও পরিচালনা করেছেন তাঁর ভাই মনোময় মনির অর্ক। অর্কর সম্পর্কে বলতে গিয়ে কোনাল বলেন, ‘অর্ক বিশ্বের বিভিন্ন দেশের প্রচুর সিনেমা, সিরিজ দেখে, গান শোনে। এসব নিয়ে তার রয়েছে সীমাহীন জানাশোন। সে গান বিষয়ে অনেক বোদ্ধা শ্রেণির একজন মানুষ। অনেকটা জোর করে তাঁকে বলি আমার গানের মিউজিক ভিডিও করে দিতে। মাত্র 3 ঘন্টার মধ্যে সে এই কাজ করেছে।

Post a Comment

0 Comments