Adstera ‘নীল মাছি’ নিয়ে এলেন বাপ্পা মজুমদারের

‘নীল মাছি’ নিয়ে এলেন বাপ্পা মজুমদারের

 ‘নীল মাছি’ নিয়ে এলেন বাপ্পা মজুমদারের

বাপ্পা মজুমদার সবসময়ই নতুন এবং রুচিশীল উপস্থাপনা নিয়ে হাজির হন। করোনার সময়েও তিনি গান নিয়ে নিয়মিত কাজ করছেন। এবার নতুন একটি গানে কণ্ঠ দিয়েছেন তিনি। ‘নীল মাছি’ শিরোনামে নতুন এই গানটি লিখেছেন পলি কাউসার। বাপ্পা মজুমদার বলেন গানটি রুচিশীল শ্রোতাদের কাছে সাড়া জাগাবে। গীতিকার পলি কাউসারও গানটি নিয়ে বেশ উচ্ছসিত। সংগীত পরিচালক রাজন সাহা সঙ্গীতায়োজন করেছেন গানিট।

Post a Comment

0 Comments