চলে যায় মরি হায় বসন্তের দিন।
দূর শাখে পিক ডাকে বিরামবিহীন।।
অধীর সমীর-ভরে উচ্ছ্বসি বকুল ঝরে
গন্ধ-সনে হল মন সুদূরে বিলীন।।
পুলকিত আম্রবীথি ফাল্গুনেরই তাপে
মধুকরগুঞ্জরনে ছায়াতল কাঁপে।
কেন আজি অকারণে সারা বেলা আনমনে
পরানে বাজায় বীণা কে গো উদাসীন।
Adstera
চলে যায় মরি হায় বসন্তের দিন।
দূর শাখে পিক ডাকে বিরামবিহীন।।
অধীর সমীর-ভরে উচ্ছ্বসি বকুল ঝরে
গন্ধ-সনে হল মন সুদূরে বিলীন।।
পুলকিত আম্রবীথি ফাল্গুনেরই তাপে
মধুকরগুঞ্জরনে ছায়াতল কাঁপে।
কেন আজি অকারণে সারা বেলা আনমনে
পরানে বাজায় বীণা কে গো উদাসীন।
0 Comments