Adstera গণসংগীতশিল্পী ফকির আলমগীরের জন্য দোওয়া চেয়েছেন তাঁর ছেলে

গণসংগীতশিল্পী ফকির আলমগীরের জন্য দোওয়া চেয়েছেন তাঁর ছেলে

 

গণসংগীতশিল্পী ফকির আলমগীরের জন্য দোওয়া চেয়েছেন তাঁর ছেলে
বিখ্যাত গণসংগীতশিল্পী ফকির আলমগীর বেশ অনেকদিন ধরে অসুস্থ। শুক্রবার বিকেলের তথ্য মতে বরেণ্য এই সংগীতশিল্পীর শারীরিক অবস্থার তেমন উন্নতিও হয়নি আবার অবনতিও হয়নি। তাঁকে নতুন করে দেওয়া ঔষধে কেমন সাড়া মেলে এই বিষয়ে চিকিৎসকগণ অপেক্সায় আছে। বাবার জন্য দেওয়া চেয়েছে তাঁর ছেলে মাশুক আলমগীর রাজীব।

Post a Comment

0 Comments