Adstera ভালো আছি ভালো থেকো

ভালো আছি ভালো থেকো

ভালো আছি ভালো থেকো

আমার ভিতরে বাহিরে আওন্তরে অন্তরে
আছো তুমি হৃদয় জুড়ে,
আমার ভিতরে বাহিরে আওন্তরে অন্তরে
আছো তুমি হৃদয় জুড়ে।
ভালো আছি, ভালো থেকো
আকাশের ঠিকানায় চিঠি লিখো,
ভালো আছি, ভালো থেকো
আকাশের ঠিকানায় চিঠি লিখো ।
দিও তোমার মালা খানি
বাউলের এই মনটারে।
ভিতরে বাহিরে আন্তরে অন্তরে
আছো তুমি হৃদয় জুড়ে,
আমার ভিতরে বাহিরে আওন্তরে অন্তরে
আছো তুমি হৃদয় জুড়ে ।।
ঢেকে রাখে যেমন কুসুম
পাপড়ীর আবডালে ফসলের ধুম,
ঢেকে রাখে যেমন কুসুম
পাপড়ীর আবডালে ফসলের ধুম ।
তেমনি তোমার নিবিঢ ছোয়া গভীরের এই বন্দরে।
আমার ভিতরে বাহিরে আওন্তরে অন্তরে
আছো তুমি হৃদয় জুড়ে,
আমার ভিতরে বাহিরে আওন্তরে অন্তরে
আছো তুমি হৃদয় জুড়ে ।
ভালো আছি, ভালো থেকো
আকাশের ঠিকানায় চিঠি লিখো,
ভালো আছি, ভালো থেকো
আকাশের ঠিকানায় চিঠি লিখো ।
দিও তোমার মালা খানি হে এ…
দিও তোমার মালা খানি
বাউলের এই মনটারে।
ভিতরে বাহিরে আন্তরে অন্তরে
আছো তুমি হৃদয় জুড়ে,
আমার ভিতরে বাহিরে আওন্তরে অন্তরে
আছো তুমি হৃদয় জুড়ে ।।

Post a Comment

0 Comments