Adstera Basi By Rabindra Nath Thakur

Basi By Rabindra Nath Thakur


https://www.youtube.com/watch?v=9wMsfNnaSpE বাঁশি রবীন্দ্রনাথ ঠাকুর রবীন্দ্রনাথ ঠাকুর পুনশ্চ পর্বের কিছু কবিতায় সাধারণ মানুষের জীবনের গল্প বলেছেন। এর মধ্যে ‘বাঁশি’ (১৫ আষাঢ় ১৩৩৯) উল্লেখযোগ্য। সাধারণ মানুষের জীবনের নানা চাওয়া পাওয়া হাতাশার গল্প বিবৃত হয়েছে এই কবিতায়। হরিপদ কেরানির জীবনের পাওয়া- না-পাওয়ার গল্পে ভালোবাসার গভীর দীর্ঘশ্বাস পাই।

Post a Comment

0 Comments