সেই কবে
সেই কবে শাহানারা ভালবেসেছিলে আমি আমি চোরা তাই
ভুলে বসে তোমার চিঠির দেয়ালে আরো অন্য মুখ এক ফুলে
জল ঢেলেছিলাম। সেইযে ইট বের হয়ে থাকা পথ আর ধুলো
তার মাঝে যে আমি অংকিত তাতে আমায় রেখে খুব হাস।
এইকি তোমার আরো উচুতে উঠা? এইকি তোমার আরো আলো
পাওয়া? তাইকি এখন শাপ মোচনের কোন সুযোগ দিচ্ছো না।
সে দিন রাতে কানে কানে বললে তাই
তুমিইতো আমায় ভাল রাখতে পারতে!এই চেয়েছিলে!
0 Comments