Adstera Poems of Razzak

Poems of Razzak

সেই কবে

সেই কবে শাহানারা ভালবেসেছিলে আমি আমি চোরা তাই
ভুলে বসে তোমার চিঠির দেয়ালে আরো অন্য মুখ এক ফুলে
জল ঢেলেছিলাম। সেইযে ইট বের হয়ে থাকা পথ আর ধুলো
তার মাঝে যে আমি অংকিত তাতে আমায় রেখে খুব হাস।


এইকি তোমার আরো উচুতে উঠা? এইকি তোমার আরো আলো
পাওয়া? তাইকি এখন শাপ মোচনের কোন সুযোগ দিচ্ছো না।
সে দিন রাতে কানে কানে বললে তাই 
তুমিইতো আমায় ভাল রাখতে পারতে!এই চেয়েছিলে! 



Post a Comment

0 Comments